তুলে নেওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার পুলিশ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে চার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ এলাকা দিয়ে ফিরে আসেন তারা। এর আগে বুধবার (২০ জানুয়ারি) অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায় বিজিপি।
বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নুরুল আমিন ঢাকা পোস্টকে বলেন, ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে ফেরত দিয়েছে বিজিপি।
নৌকার মালিকদের বরাত দিয়ে মোহাম্মদ নুরুল আমিন বলেন, বুধবার দুপুরে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ উপজেলা শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন চার নৌকায় ২০ জেলে মাছ ধরতে যায়। পরে চার নৌকাসহ ২০ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যান মিয়ানমারের নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে তাদের ফেরত দেয় বিজিপি।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লে. আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ২০ জেলেকে ধরে নেওয়ার খবর শোনার পর থেকে ফেরত আনার চেষ্টা চালানো হয়। দুপুরে তাদের নাফ নদ দিয়ে পাঠিয়ে দেয় বিজিপি।
এর আগে গত ১০ নভেম্বর নাফ নদের মোহনা ও বঙ্গোপসাগর থেকে নয় বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরা নৌকা নিয়ে যায় মিয়ানমার বাহিনী। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ২৩ দিনের মাথায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
এএম