গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, পুলিশ সুপার শামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাফিজ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর বারেক, কৃষি সম্প্রসারণ অধিদফতর উপপরিচালক মো. মাহবুবুর রহমান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন প্রমুখ।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএ মাননান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসআর