কক্সবাজারে বিস্ফোরণ বেলুন বিক্রেতার সিলিন্ডার থেকে

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে আজ (শুক্রবার) সকালে যে বিস্ফোরণটি হয়েছে, সেটি একজন বেলুন বিক্রেতার কাছে থাকা সিলিন্ডার থেকে ঘটেছে। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল এ তথ্য জানিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
এ বিস্ফোরণে তিন শিশু নিহত হয়েছে। মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ নিহত শিশুদের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক বলে জানালেও পরে জানা যায় সে তথ্যটি সঠিক নয়। তবে নিহতদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। সে মিয়াজিপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে আহসান উল্লাহ (১০)।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন, সকালে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক বেলুন বিক্রেতা আসেন। তাকে দেখে শিশুরা জড়ো হলে গ্যাস দিয়ে বেলুন বিক্রি করতে থাকেন। একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হয় আরও ১০ জন। তাদের মহেশখালী-চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বেলুন বিক্রেতার কাছে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু ঘটনাস্থল নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নিহত হয়। আহত বাকি ৮ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএসআর