বাসায় ঢুকে ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে শাহাজাহান খন্দকার মনা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
আটকরা হলো— আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জমির মোল্লার ছেলে নুরুজ্জামান (২২), একই এলাকার শেখ গোলাম রসুলের ছেলে রেজাউল ইসলাম পারভেজ (২১) ও লিটনের ছেলে মেহেদী হাসান পারভেজ (২৪)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
নিহত শাহাজাহান খন্দকার মনা মৃত নুরুল হকের ছেলে। প্রাথমিকভাবে তার স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। তবে আশুলিয়া ডেন্ডাবরের মনার মোড় এলাকায় মনা মিয়া নামের একজনের বাড়িতে ভাড়া থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
পুলিশ জানায়, রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা চালিয়ে মনা মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় মনা গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, নিহতের মাথায় ৪টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজে মারা যান।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজর আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এমএসআর