নবনির্বাচিত কাউন্সিলর হত্যাকারী যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদ্যনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাতে হত্যাকারী জাহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকীসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন সন্ধ্যার দিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তরিকুল খুন হন।
এমএসআর