‘বউয়ের দোয়া’ পরিবহনের সেই মাসুমের বিয়ে

চুয়াডাঙ্গার আলোচিত ‘বউয়ের দোয়া’ পরিবহনের মালিক মাসুম অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। ঢাকা পোস্টকে মাসুম নিজেই তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুম (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বাসিন্দা। সেখানেই তার জন্ম। বাবার নাম শেখ সুলতান। চার ভাই বোনের মধ্যে মাসুম সবার ছোট। অবিবাহিত হলেও তার মালিকানাধীন ১১টি ইজিবাইকের নাম রাখেন ‘বউয়ের দোয়া’ পরিবহন। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হন যুবক মাসুম।

ভাগ্যের চাকা ঘোরাতে মাসুম ২০০৮ সালে মালয়েশিয়ায় যান। দীর্ঘ ১২ বছর পর ২০২০ সালের ডিসেম্বরে দেশে ফিরে বন্ধু ও পরিবারের পরামর্শে ১১টি ইজিবাইক কেনেন। এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে ইজিবাইকগুলোর নাম দেন বউয়ের দোয়া পরিবহন। ব্যবসার জন্য একটা ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। পিতা-মাতার পরই বউয়ের প্রাধান্য দেওয়া হয়। একটা আনকমন ব্র্যান্ড দেওয়ার জন্য বিবেচনা করেই ‘বউয়ের দোয়া’ নামটি দিয়েছেন মাসুম। নামটি দেওয়ার পর বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হলে আলোচিত হন এই অবিবাহিত মাসুম।
বিয়ের ব্যাপারে মাসুম বলেন, কনের বাড়ি ঝালকাঠি জেলায়। সে স্থানীয় কলেজে পড়াশোনা করে। আমার বাবার দুসম্পর্কের আত্মীয়। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের ডিসেম্বর মাসেই দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বিয়ের পর বাবা-মা ও স্ত্রীকে নিয়ে জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই।
আরআই