ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ জরিমানা

সাতক্ষীরায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু করে র্যাব।
অভিযানের শুরুতে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরি ও কারখানায় নোংরা পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরি, লাইসেন্স নবায়ন না থাকা ও শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মানায় নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে চায়না বাংলা ফুডস্ কারখানায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, পণ্যের মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মানায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারা ও নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থিত হোটেল রাজে নোংরা পরিবেশে খাবার তৈরি, দই তৈরির লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে দেন র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর রবিন্দ্র নাথ সরকার। উপস্থিত ছিলেন বিএসটিআই এর প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র্যাবের সদস্যরা।
র্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বলেন, বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান অব্যাহত থাকবে।
আকরামুল ইসলাম/এমএএস