বিএনপি নেতার জন্য আওয়ামী লীগের এমপির সুপারিশ!

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করার অভিযোগ উঠেছে।
নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ার জন্য বর্তমান চেয়ারম্যান আজহারুল হকের নাম কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
তবে আজহারুলকে বিএনপি নেতা উল্লেখ করে গত ৬ অক্টোবর গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিরণ মিয়া সাংসদ সংগ্রামের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আজহারুলকে নাসিরনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক কমিটির সদস্য উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২ অক্টোবর বিএনপি নেতা আজহারুল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। সেই সময় সাংসদ সংগ্রাম ওই বিএনপি নেতার নাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন আওয়ামী লীগের কাছে সুপারিশ করেন।
এছাড়াও আজহারুলের নাম তালিকার প্রথমে রাখার জন্যও জোর সুপারিশ করেন তিনি। সেই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর বিরোধিতা করলেও সাংসদ সংগ্রাম সেটি আমলে নেননি।
গোয়ালনগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কিরণ মিয়া সাংবাদিকদের জানান, সংসদ সদস্যের নগ্ন হস্তক্ষেপে তৃণমূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত আজহারুল হকের নাম এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠানো হয়েছে। এজন্য তাকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, কারো নাম তালিকার এক নম্বরে রাখা হলেই যে তিনি মনোনয়ন পেয়ে যাবেন বিষয়টি এমন নয়। যার যার আমলনামা অনুযায়ী এটা হবে। সে বিএনপি কীনা আমি জানি না। বিগত ইউপি নির্বাচনে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছে। প্রত্যেক ইউনিয়নেই সিটিং চেয়ারম্যানের নাম এক নম্বরে দেওয়া হয়েছে। সেই হিসেবে তার নামও দেওয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস