স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারণায় হামলা, বিক্ষোভ

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ’র প্রচারণায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা আহত হয়েছেন।
রোববার (২৪ জানুয়ারি) সকালে চৌমুনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্বা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ আমাদের পেছন থেকে আক্রমণ করে। এ সময় আমাদের এক নারী কর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা রাস্তায় এসে প্রতিবাদ মিছিল বের করেন। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় মিছিল।
সমাবেশে বক্তারা এ হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসআর