মানিকগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় আসামির মৃত্যু

মানিকগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দুলাল মিয়া (৫৫) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, দুলাল মিয়া নামে ওই আসামিকে (রোগী) ঠান্ডাজনিত কারণে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ইসিজি করে অক্সিজেন দেওয়ার সময় মারা যান।
মানিকগঞ্জ জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, ওই আসামি কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ (রোববার) তার অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় কারাগারে আসেন আসামি দুলাল মিয়া।
এসপি