বেগমগঞ্জ মডেল থানার ওসি হলেন মীর জাহেদুল

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মীর জাহেদুল হক রনিকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বেগমগঞ্জ থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুল হক রনিকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৫ অক্টোবর চৌমুহনী পৌরসভার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য (নির্বাচন তফসিল ঘোষণা হওয়ায়) নির্বাচন কমিশনের অনুমোদন চেয়ে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে পত্র প্রেরণ করেছি।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর দুপুরে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। পুলিশ সদস্যসহ আহত হয় ১৮ জন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান।
পরদিন শনিবার সকালে পুকুরে একজনের লাশ পাওয়া যায়। এরপর ১৪৪ ধারা ভঙ্গ করে সনাতন ধর্মাবলম্বীরা সড়কে বিক্ষোভ মিছিল বের করে। জেলার বিভিন্ন পূজামণ্ডপে হামলার ঘটনায় ১৮ মামলায় ১৩০ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
হাসিব আল আমিন/এমএসআর