নোয়াখালীতে হামলায় ক্ষতিগ্রস্ত ৫শ ভক্ত পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০০ ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এসব উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. খোরশেদ আলম খান।
জেলা প্রশাসক (ডিসি) মো. খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, চৌমুহনীর ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দিরের ভক্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি। এ ছাড়াও ১ জন আহত ব্যক্তির চিকিৎসার জন্য তার পরিবারকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত মন্দির ও পরিবারের মাঝে এমন সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, চৌমুহনী পৌরসভার খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার অংগ্যজাই মারমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জেরে নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যতন সাহা (৪২) নামে ১ জন নিহত হন। পুলিশ সদস্যসহ আহত হয় ১৮ জন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান।
পরে শনিবার (১৬ অক্টোবর) সকালে ইসকন মন্দিরের পুকুরে প্রান্ত দাস (২০) নামের এক ভক্তের লাশ পাওয়া যায়। ১৪৪ ধারা ভেঙে সনাতন ধর্মাবলম্বীরা সড়কে বিক্ষোভ মিছিল বের করে। জেলার বিভিন্ন পূজামণ্ডপে হামলার ঘটনায় ১৮টি মামলায় ১৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসিব আল আমিন/আরআই