ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও রাঙামাটিতে জশনে জুলুস (র্যালি) করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার (২২ অক্টোবর) জুম্মার নামাজ শেষে রিজার্ভ বাজার থেকে জশনে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এসে তা শেষ হয়। ব্যানার-ফেস্টুন হাতে নানা সাজে সজ্জিত হয়ে যোগ দেন বিভিন্ন বয়সের মানুষ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি হাজী মুছা মাতব্বরের নেতৃত্বে এই জশনে জুলুসের র্যালি বের করা হয়। র্যালি শেষে বনরুপা জামে মসজিদে দোয়া করা হয়।
মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত এবং পৃথিবী যেন করোনা মুক্ত হয় সে জন্য দোয়া করা হয়।
এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাঙামাটি কোতয়ালি থানার ওসি কবির হোসেন।
মিশু মল্লিক/আরআই