নৌকা পেলেন আ.লীগ নেতা, বিএনপি নেতার ভূরিভোজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে প্রকাশ করা হয়। তবে আওয়ামী লীগ নেতার দলীয় মনোনয়নপ্রাপ্তির খবরে বিএনপির এক নেতা ছাগল জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন।
আওয়ামী লীগের নেতার নৌকা প্রতীক প্রাপ্তিতে বিএনপি নেতার এমন ভূরিভোজের খবরে এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়।
চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন এই ভূরিভোজের আয়োজন করেন।
জানা গেছে, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে মূলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান রাশেদুল ইসলাম বকুল।
তার এই দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার পরে আনন্দে জগতলা গ্রামের নিজ বাড়ির সামনে বিএনপি নেতা আনোয়ার হোসেন একটি ছাগল জবাই করে ভূরিভোজের আয়োজন করেন। তার এমন ভূরিভোজের আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হতবাক হয়েছেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল আমার ভাগনে। আমি মেম্বার, তিনি আমাদের পরিষদের চেয়ারম্যান। আমি এবারও মেম্বার পদপ্রার্থী। আমার নির্বাচনী প্রচারণা শুরু ও আমার চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন। সেই খুশিতে আয়োজন করেছি। এখানে দলীয় কোনো বিষয় নেই।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না। সেখানে আনোয়ার হোসেন মেম্বার পদে নির্বাচন করবেন। এছাড়া আওয়ামী লীগ নেতার মনোনয়নপ্রাপ্তিতে ভূরিভোজ করাবেন, এ বিষয়টি লজ্জাজনক। আমরা বিষয়টি আরো ভালোভাবে জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।
রাকিব হাসনাত/এমএসআর