অটোরিকশা চুরি করে তারা

ময়মনসিংহে অভিযান চালিয়ে সাত অটোরিকশা চোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এসময় তাদের কাছ থেকে চুরি করা একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ একটি প্রাইভেটকার, ৬টি মোবাইলফোন ও প্রায় ৯ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার (২২ অক্টোবর) রাতে ময়মনসিংহ সদরের অষ্টধার কুঠুরাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাবু হোসেন (১৯), ময়মনসিংহের নান্দাইল উপজেলার ছায়েদ আলী (৩২), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শ্রী জনি বাবু গৌড় (২৪), জয়পুরহাট আক্কেলপুরের রাকিব হাসান (২০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার জাহিদুল ইসলাম ফজলু (৩০), সদরের অষ্টধার এলাকার সুমন (১৯) ও একই এলাকার মাসুদ রানা (১৯)।
র্যাব-১৪'র কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মাসুরা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চোরচক্রের ওই সাত সদস্য দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করে আসছে। তারা চুরি করা ওইসব অটোরিকশা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বেচাকেনা করতো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
উবায়দুল হক/এমএএস