দৌলতদিয়া ঘাট দিয়ে রাতে নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত দিয়ে রাতে নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলো সিরিয়ালে আটকে না থেকেই সহজে ফেরিতে উঠতে দেখা গেছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, কয়েকদিন আগেও ঘাট এলাকায় ও গোয়ালন্দ মোড়ে ২৪ ঘণ্টায় সিরিয়াল থাকত সেখানে আজ ঘাট এলাকা ফাঁকা। গোয়ালন্দ মোড়ে কোনো পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়নি। আবার ঘাট এলাকাতেও কোনো দূরপাল্লার বাস ও ট্রাকের সিরিয়াল নেই। নির্বিঘ্নেই যানবাহনগুলো পার হচ্ছে।
পটুয়াখালী থেকে আসা ট্রাকচালক সুধীর বিশ্বাস বলেন, ফেরির জন্য ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পেড়েছি। এক সপ্তাহ আগেও এই ঘাট দিয়ে পার হয়েছিলাম। তখন ৭ ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শনিবার সারাদিনই ঘাটে চাপ কম ছিল। এখন রাতেও গাড়ির কোনো চাপ নেই। স্বস্তিতেই গাড়িগুলো নদী পার হতে পারছে। এই রুটে বর্তমানে ১৯ ফেরি চলাচল করছে।
মীর সামসুজ্জামান/এমএসআর