নোয়াখালীতে দুদকের মামলায় আদালতের নাজির কারাগারে

নোয়াখালীতে দুদকের করা মানি লন্ডারিংয়ের মামলায় জজকোর্টের নাজির (রেকর্ড কিপার) মো. আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা দুইটার দিকে আদালত এ নির্দেশ দেন।
মো. আলমগীর হোসেন ফেনী জেলার দাগনভুঞা উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার হিসেবে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে নোয়াখালী দুদক মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা করে, যা নোয়াখালী জেলা জজ আদালতে চলমান। এর আগে ২০১৯ সালের ১৯ আগস্ট দুদক তাকে গ্রেফতার করেছিল।
এনএ