চেয়ার দিয়ে জুনিয়র অফিসারের মাথা ফাটালেন সিনিয়র

শরীয়তপুর সদরে পল্লী সঞ্চয় ব্যাংকে এক জুনিয়র অফিসারকে চেয়ার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে অফিসার (সাধারণ) ফরিদ উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিসে এ ঘটনা ঘটে।
আহত জুনিয়র অফিসারের নাম ইলিয়াস খন্দকার (৩০)। তিনি মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের আলিফ খন্দকারের ছেলে।
আহত ইলিয়াস বলেন, আমরা কয়েকজন মিটিং করছিলাম। মিটিংয়ের এক পর্যায়ে স্যার আমাকে মাঠকর্মীদের কাছে ঋণ বিতরণের সময় এক হাজার টাকা করে নিয়ে তার কাছে দিতে বলেন। আমি অপারগতা প্রকাশ করি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রুমে থাকা একটি চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করেন। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি সদর হাসপাতালে আছি।
আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদর উপজেলার অফিসার (সাধারণ) ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, ইলিয়াস ঠিকমতো মাঠে কাজ করে না। আমি তাকে কাজ করার কথা বলি। কিন্তু টাকার বিষয়ে কিছু বলিনি। তবে তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি শোনার পর পর হাসপাতালে ইলিয়াসকে দেখতে গিয়েছিলাম। ইলিয়াস আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি