ক্ষতিগ্রস্ত মন্দির-মণ্ডপে ১০ লাখ টাকা দিলেন মেয়র

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পূজামণ্ডপে ১০ লাখ টাকা দিলেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নিজ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতির পরিমাণ যাচাই করে এ অর্থসহায়তা দেওয়া হয়।
এ সময় মেয়র খালেদ সাইফুল্লাহ বলেন, ইসলাম কখনো হামলা ও ভাঙচুর সমর্থন করে না। যারা এ অপরাধ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো সংস্কারে এই অর্থ কিছুটা হলেও সহায়ক হবে।
মেয়র আরও বলেন, চৌমুহনী অনেক ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। এখানে আমাদের সকল ধর্মের মানুষরা সুনামের সঙ্গে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আগামীদিনে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে নজর রাখতে হবে। এ ছাড়াও আপনাদের যেকোনো প্রয়োজনে আমি অতীতের মতো পাশে থাকবো।
এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বাবু বিনয় কিশোর রায়, অ্যাড. পাপ্পু সাহা, বাবু তপন চন্দ্র মজুমদারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরআই