মেম্বারের ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেল ব্যবসায়ীর

ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহিদুল ইসলাম শিপনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে এবং অপর অভিযুক্ত আউয়াল খানকে মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে মুন্সিগঞ্জ আমলী আদালতের-৪ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইউসুফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার বিকেলে সাতদিনের রিমান্ড চেয়ে ওই দুইজনকে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
জানা গেছে, উপজেলার বলই গ্রামের মুদি ব্যবসায়ী ইমরান সেখের বাড়ির একটি গাছ রোববার কেটে নিয়ে যান একই গ্রামের শফিজউদ্দিন সেখের ছেলে জাহিদুল ইসলাম শিপন।
সোমবার সকালে গাছ কাটার কারণ জানতে চান ইমরান সেখ। এ নিয়ে ইমরান সেখ এবং শিপন মেম্বারের তর্কবিতর্ক হয়। এ সময় শিপন মেম্বার ছুরি দিয়ে কুপিয়ে ইমরানকে আহত করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, পেটে, বুকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে ইমরান সেখের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ইমরান শেখের মেয়ের জামাই আবদুল্লাহ বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য শিপন এবং আওয়াল খানকে গ্রেফতার করে পুলিশ।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
এএম