মিম-রত্নার নতুন ঠিকানা ‘ত্রিনয়ন রূপশিল্প’

জেলা প্রশাসনের সহায়তায় নরসিংদীতে মিম-রত্না নামে তৃতীয় লিঙ্গের দুইজনকে পার্লার করে দেওয়া হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে পার্লারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
উদ্বোধনের পর মাধবদী পৌরসভা মিলনায়তনে এক প্রেস ব্রিফিং করে জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে অবহেলিত। তাদের পেছনে একটা দুঃখ এবং অবহেলার গল্প আছে। এই অবহেলা থেকে সরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এখন স্বাবলম্বী এবং ভালো কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারবে।
পার্লার পেয়ে খুশি মিম এবং রত্না। মাধবদীর শেকেরচর এলাকায় জন্ম নেওয়া এই দুইজন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই পরিবার তাদের তাড়িয়ে দেয়। তারপর তাদের আশ্রয় হয় এক গুরুজির কাছে। ওই গুরুজির নির্দেশে বাড়ি বাড়ি থেকে টাকা উঠাতো তারা।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মিম বলেন, সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো পরিবারের অবহেলা। এই অবহেলা সহ্য করতে না পেরে গুরুজির আশ্রয়ে চলে যায়। ভারতে গিয়ে পার্লারের কাজও শিখি। কিন্তু এখানে এসে কাজ পায়নি।
রত্না বলেন, কাজ পাচ্ছিলাম না। পরিবার থেকে শুরু করে সবাই শুধু অবহেলা আর অবহেলা করেছে। জেলা প্রশাসকের সহায়তায় এই পার্লার পেয়েছি। এতে আমরা অনেক আনন্দিত।
এসপি