বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানা গুনলেন ৯৮৭ যাত্রী

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৯৮৭ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ২ লাখ ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে থেকে শনিবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটের কয়েকটি স্টেশনে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈশ্বরদী, রাজবাড়ী, সান্তাহার ও রাজশাহী স্টেশনে চেকিং ব্লক করে বিভিন্ন ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৯৮৭ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৩১ হাজার টাকা ও ৭৪ হাজার ৩৮০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলামসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
রাকিব হাসনাত/আরএআর