সাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পঞ্চগড়ে বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগাছ বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সালাম একই ইউনিয়নের টাইগাছ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বৃদ্ধ আব্দুস সালাম সাইকেলযোগে কালান্দিগাছ বাজার থেকে বাড়ি ফিরছিল। বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ওই সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্য হয়েছে।
এসপি