ঘাঘট নদী থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাসুদ রানা নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ক্ষুদ্র মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে ঘাঘট নদী। বিভিন্ন সময়ে এ নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। সম্প্রতি বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে স্থানীয়রা প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনকারী মাসুদ রানাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঢাকা পোস্টকে বলেন, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীদের ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসপি