পাকুন্দিয়া পৌরসভায় প্রথমবারের মতো নৌকার জয়

সপ্তম ধাপের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম আকন্দ বিজয়ী হয়েছেন। এবারই এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন।
এর আগে গত দুই নির্বাচনে প্রথমবার বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বিজয়ী হয়েছিলেন। দ্বিতীয়বার নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আকতারুজ্জামান খোকন বিজয়ী হন।
প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা) ৩ হাজার ১৯২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম প্রার্থী সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।
অন্য তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ) ৩ হাজার ২৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতাহার আলী (হাত পাখা) ৪০২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন (জগ) ৫৮ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ২০০৭ সালে প্রতিষ্ঠিত পাকুন্দিয়া পৌরসভার ভোটার সংখ্যা ২৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ ও নারী ভোটার ১১ হাজার ৮১২ জন। ৯টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। এখানে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।
এসকে রাসেল/এসপি