বেড়া পৌর নির্বাচন : লড়াইয়ের মাঠে এমপির ছেলে-ভাই-ভাতিজি

আসন্ন পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে তিনজনই স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু পরিবারের সদস্য।
মঙ্গলবার (০২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ সময় মনোনয়নপত্র জমা দিয়েছেন এ এইচ এম ফজলুর রহমান, আলহাজ আব্দুল বাতেন, অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, এস এম সাদিয়া আলম, ডা. মো. আব্দুল আউয়াল এবং আলহাজ্ব কে এম আব্দুল্লাহ।
বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম আসিফ শামস রঞ্জন। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাকি পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এদিকে মনোনয়নপত্র দাখিল করা ছয় প্রার্থীর মধ্যে তিনজনই স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপির স্বজন। তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া এস এম আসিফ শামস রঞ্জন শামসুল হক টুকুর ছেলে, মো. আব্দুল বাতেন তার আপন ভাই ও এস এম সাদিয়া আলম আপন ভাতিজি।
আব্দুল বাতেন ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত বেড়া পৌরসভার মেয়র পদে রয়েছেন। সর্বশেষ ২০১৬ সালের পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এছাড়া তিনি বেড়া উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি। ২০২০ সালের ১৪ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিল করা অন্যদের মধ্যে এইচ এম ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও মো. আব্দুল আউয়াল কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য।
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, পাবনা নির্বাচন অফিসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব কে এম আব্দুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন বেড়া নির্বাচন অফিসে এবং পাবনা নির্বাচন অফিসেও স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২৮ নভেম্বর বেড়া পৌরসভার মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাকিব হাসনাত/এসপি