বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি

৯৫ বছর বয়সী বাক্ষুনি বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
জানা গেছে, হোসেনপুর উপজেলার দ্বীপেশর গ্রামের বাসিন্দা বাক্ষুনি বেগম। তার সংসারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেদের অবস্থা নুন আনতে পান্তা ফোরানোর মতো। সেখানে মায়ের উন্নত চিকিৎসা তাদের কাছে স্বপ্নের মতো। বয়সের ভারে অনেক দিন ধরে শয্যাশায়ী বাক্ষুনি বেগম। কিন্তু কিছুদিন ধরে তার অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছায়।
শয্যাশায়ী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এমন খবর জানতে পারেন হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ খবর শুনে তিনি শয্যাশায়ী বাক্ষুনি বেগমকে দেখতে ছুটে যান।
বৃদ্ধাকে দেখে ওসি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে আবারও অ্যাম্বুলেন্সযোগে পৌঁছে দেন বাড়িতে। সঙ্গে দিয়ে যান ৫০ কেজি চাল, ম্যাক্সির দুটি কাপড় ও দুটি কম্বল।
ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছি। এ কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং তৃপ্তি অনুভব করছি।
এসকে রাসেল/এসপি