২০ বিসিএস উত্তীর্ণকে সংবর্ধনা দিলেন রফিকুল ইসলাম বীর উত্তম

বিসিএস ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত শাহরাস্তি ও হাজীগঞ্জের চিকিৎসকদের সম্মাননা দিলেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) তার নির্বাচনী এলাকা শাহরাস্তি উপজেলায় নিজ গ্রাম নাওড়ায় ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ২০ চিকিৎসককে প্রথমে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান রফিকুল ইসলাম। পরে চিকিৎসকদের নিয়ে দুপুরের খাবার খান তিনি। এ সময় তাদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী আয়োজন ও স্বাধীনতাযুদ্ধের বীর সেনানীর কাছ থেকে এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত হন এসব চিকিৎসক।
সংবর্ধনা পাওয়া সুমাইয়া বিনতে কবির নামের এক চিকিৎসক বলেন, মহান মুক্তিযুদ্ধের এমন একজন বীর সেনাপতির কাছে উপস্থিত হব, তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

ফারুক হোসেন নামের আরেক চিকিৎসক বলেন, মুক্তিযুদ্ধে তার অবদান ও স্মৃতিকথা শুনেছি। তবে আজ একজন জীবন্ত কিংবদন্তিকে খুব কাছ থেকে দেখলাম।
সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম চিকিৎসকদের উদ্দেশে বলেন, ব্যক্তিবিশেষের জন্য নয়। প্রত্যেক নাগরিক যেন তোমাদের কাছ থেকে মানবিক সেবা সমানভাবে পেতে পারে, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তবে মনে রাখতে হবে, যে বাবা-মা কষ্ট করে তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তা ভুলে গেলে চলবে না। তাদেরও মর্যাদার আসনে রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী পুলিশ সুপার আবুল কালাম, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান।
শরীফুল ইসলাম/এনএ