বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল সচল

কুয়াশা কেটে যাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রচুর কুয়াশা পড়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে নৌ চলাচল আবার স্বাভাবিক হয়। এর আগে যাত্রী উঠিয়ে ঘাটেই অপেক্ষা করতে হচ্ছিল যানবাহনগুলোকে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
নাজমুল মোড়ল/এসপি