৩ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।
এর আগে নদীতে হঠাৎ কুয়াশা পড়ায় ভোর ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় ৫টি ফেরি আটকা পড়ে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল আড়াই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
এসপি