আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক

সারাদেশের ন্যায় টানা তৃতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও চলছে বাস ও ট্রাক ধর্মঘট। বাস ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দরে ট্রাক ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি।
রোববারও (৭ নভেম্বর) এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে গড়ে ১০ লাখ ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ধর্মঘটের প্রথমদিন শুক্রবার বন্দরে সাপ্তাহিক ছুটি ছিল। পরদিন শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। তবে ট্রাক ধর্মঘটের কোনো প্রভাব বন্দরে পড়েনি। রোববারও পণ্যবোঝাই ট্রাক বন্দরে এসেছে। ভারত থেকে পণ্য আমদানিও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, সিমেন্ট, রড, ভোজ্যতেল, তুলা, প্লাস্টিক ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয়। রফতানি পণ্যগুলো ত্রিপুরার আশপাশের রাজ্যগুলোতেও সরবরাহ করা হয়। দীর্ঘদিন ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর সম্প্রতি চাল ও গম আমদানি শুরু হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএসআর