দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের অনেক কাছাকাছি ও পাদদেশে অবস্থিত হওয়ায় এ জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়। শীত মৌসুমে এ জেলায় তাপমাত্রা সর্বনিম্ন ও শীতের প্রকোপ বেশি থাকে। ফলে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা ও হিমেল হাওয়া বইতে শুরু করে। সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সারাদিন সূর্যের দেখা মেলে না। তীব্র শীতে জেলার ৫ উপজেলার মানুষ চরম বিপাকে পড়েছে।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আফরিনা খাতুন নামে এক কর্মজীবী নারী বলেন, গত কয়েকদিন ধরে কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারছি না। দেরি হলে মালিকরাও আমাদের কোনো কোনো সময় কাজে নিতে চান না।
পঞ্চগড় শহরের ভ্যানচালক আমিনুর রহমান বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে আমরা ভ্যান চালাতে পারি না। মানুষ তেমন ভ্যানে উঠতে চায় না। তাই বেকার সময় পার করছি। আমরা গরিব মানুষ। ভ্যান না চালালে খাবো কী?
আরএআর