বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

খুলনার হরিণটানায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. জোবায়ের (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের পরিবারের ৩ জন সদস্য আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক খুলনার ডুমুরিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহত যুবায়ের ও তার পরিবারের সদস্যরা সোমবার সকালে একটি প্রাইভেটকারযোগে ডুমুরিয়া থেকে গোপালগঞ্জ বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তারা খুলনার উদ্দেশে রওনা হয়। গাড়িটি হোগলাডাঙা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে জোবায়ের মারা যান।
এ সময় তার পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালককে পালিয়ে যায়।
মোহাম্মদ মিলন/আরআই