শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে প্রাইভেট গাড়ির জন্য ৪ ফেরি

আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে শুধু প্রাইভেট গাড়ি নিয়ে চলবে ৪টি ফেরি। এসব ফেরিতে কোনো ধরনের বাস, ট্রাক চলাচল করতে পারবে না বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ১৩ দিন বন্ধ থাকার পর সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। সবশেষ ২৬ অক্টোবর সকালে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি বাংলাবাজার ঘাটে যায়। সেই ফেরিটি লোড করে আবারও শিমুলিয়া ঘাটে ফিরে আসে। পরে পরিস্থিতি বিবেচনা ও দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ১৭টি মোটরসাইকেল ও ২টি ছোট গাড়ি নিয়ে ফেরি সুফিয়া কামাল বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। দেড় ঘণ্টায় ফেরিটি বাংলাবাজার ঘাটে যায়। পরে সেটি সেখান থেকে ৯টি ছোট গাড়ি ও ১০টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাটে নিরাপদে ফিরে আসে। এরপর শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় আরও দুটি ফেরি এবং ফিরে আসে একটি ফেরি।
সোমবার শিমুলিয়া ঘাট থেকে মোট তিনটি ফেরি বাংলাবাজার ঘাটে যায় এবং সেখান থেকে দুটি ফেরি শিমুলিয়ায় নিরাপদে আসে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই রুটে মোট চারটি ফেরি চলাচল করবে। তবে চলাচলকারী ফেরিগুলোতে শুধু প্রাইভেট গাড়ি পারাপার করা হবে। তিনি আরও জানান, আজ ৩টি ফেরি নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজার ঘাটে গেছে এবং সেখান থেকে দুটি ফেরি শিমুলিয়া ঘাটে নিরাপদে ফিরে এসেছে। নদী এখন ফেরি চালানোর উপযোগী।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৪ অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে আবার পারাপার শুরু হয়। ১১ অক্টোবর নদীতে আবার স্রোত বেড়ে যায়। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।
১৪ অক্টোবর দুপুরে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যায়। পরে বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু ও সেনা কর্মকর্তারা নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ রাখেন। সব শেষ গত ২৬ অক্টোবর ফেরি কুঞ্জলতা দিয়ে পরীক্ষামূলক দুটি ট্রিপ দেওয়া হয়।
ব.ম শামীম/এনএ