লক্ষ্মীপুরে নির্বাচনী হলফনামায় কাউন্সিলরের তথ্য গোপন

লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালামের বিরুদ্ধে হলফনামায় ব্যক্তিগত সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তিনি বর্তমান কাউন্সিলর। তার প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে প্রতিদ্বন্দ্বীরা।
রোববার (৭ নভেম্বর) জেলা প্রশাসক ও পৌর নির্বাচনের আপিল কর্তৃপক্ষ বরাবর তথ্য গোপন করার অভিযোগে আবুল কালামের মনোনয়নপত্র বাতিলের জন্য আপিল আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মুরাদ হোসেন। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মুরাদ আপিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আপিল বিবরণীতে জানা যায়, প্রার্থী আবুল কালামের নামে ৩৭৯৮ নং দলিলে ৩১ শতাংশ জমি রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩২ লাখ ৫৫ হাজার টাকা। তিনিসহ ৫ ভাইয়ের নামে ৩২৮১/১৩ নং দলিলে তার ১.১০ শতাংশ জমি (দোকানঘর) রয়েছে। এর মধ্যে কালামের মালিকানায় ১২ লাখ টাকা টাকার জমি রয়েছে। এছাড়াও তার জমাকৃত টাকার বিষয়টি তিনি নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্ন ফাইলে উল্লেখ করেননি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৮১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়াও কাউন্সিলর প্রার্থীর মধ্যে হলফনামায় তথ্য গোপন করায় ৯ জন ও ঋণ খেলাপীর দায়ে ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন করতে পারবেন না। বিষয়টি প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখের পর তিন দিনের সময় দেওয়া হয় আপিলের জন্য। এ তিন দিনের মধ্যে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে নির্দিষ্ট নিয়মে জেলা প্রশাসনের আমিল বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন।
এ ব্যাপারে কাউন্সিলর আবুল কালাম বলেন, বাবার দেওয়া সম্পত্তি বিক্রি করে বাজারে দোকান ক্রয় করেছি। তবে পূর্বের নির্বাচনের হলফনামায় সম্পত্তির তথ্য দেইনি। তখন কোনো সমস্যা হয়নি। এজন্য এবারও দেইনি। বিষয়টি নিয়ে সমস্যা হবে জানা ছিল না।
হাসান মাহমুদ শাকিল/আরএআর