এক জালে উঠল ৯০ লাল কোরাল, ৩ লাখে বিক্রি

কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা উপকূলে এক জালে ধরা পড়ছে ৯০টি ‘রাঙা চৈ’ নামের লাল কোরাল। স্থানীয় হেলাল উদ্দিনের জালে এসব মাছ ধরা পড়ে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাটে মাছগুলো তোলা হয়। সেখানেই ৩ লাখ টাকা মূল্যের মাছগুলো কিনে নেন মাছ ব্যবসায়ীরা।
বাহারছড়া ফিশিংবোট মালিক সমিতির নেতা জসিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল-নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে রওয়ানা দেন আবদুল করিম মাঝি।
ঘণ্টাখানিক সময় ধরে সাগরে ফেলা জাল একপর্যায়ে ভারী হয়ে ওঠে। তখন মাঝি জাল টেনে নৌকায় উঠানোর সময় দেখা মেলে সামুদ্রিক লাল কোরাল। পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। গুনে অন্যান্য মাছের সঙ্গে ৯০টি লাল কোরাল দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জাহাজপুরা ঘাটেই ৩ লাখ টাকায় রাঙা চৈ নামের সামুদ্রিক লাল কোরাল মাছগুলো কিনে নেন বলে জানা গেছে। উল্লেখ্য, এক সপ্তাহ আগে সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ে ১০৪টি লাল কোরাল। যা ৬ লাখ টাকায় বিক্রি করা হয়।
মুহিব/এমএসআর