পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সোমবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ২টা থেকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা দেখা যায়। রাত ২টার দিকে কুয়াশার কারণে ফেরির বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে নৌপথে পার হতে আসা যাত্রী ও যানবাহন এবং শ্রমিকরা কিছুটা ভোগান্তিতে পড়েন। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
মহিউদ্দিন রাসেল বলেন, ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। এই নৌপথে ছোট-বড় মিলে ১৬ ফেরি চলাচল করছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট ৪০-৫০ বাস, আড়াইশ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
এএম