কুমিল্লায় ইউপি নির্বাচনে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শাওন নামে একজন নিহত হয়েছেন। তবে নিহত শাওনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে মেঘনা থানার পরিদর্শক তদন্ত জাকির হোসেন। তিনি বলেন, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষে শাওন নামে একজন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অমিত মজুমদার/আরআই