ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর মিলল নারীর লাশ

পটুয়াখালীর বাউফলে ফেরদৌসী আক্তার নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসপাড়ার ভুরভুরিয়া খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মরদেহটি দাসপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধার স্ত্রী ফেরদৌসী আক্তারের বলে শনাক্ত করা হয়েছে। তিনি ২৯ অক্টোবর ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি