র্যাবের কাছে সব স্বীকার করেছে সহিদ আলী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে সহিদ আলী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। তার কাছ থেকে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গীর বড় পলাশবাড়ী মাদরাসা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৫৯৫ পিস ইয়াবাসহ মাদককারবারি সহিদ আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। প্রত্যন্ত ওই গ্রামে মাদকের রমরমা ব্যবসা হয়ে আসছে।
গ্রেফতার সহিদ আলী ঠাকুরগাঁও শহরের আফতাব উদ্দীনের ছেলে। তাকে শুক্রবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অবৈধ এ মাদক ব্যবসায় তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস