ইউপি ভবনে আর বাস করতে পারবেন না সেই চেয়ারম্যান

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে পরিষদ ভবনে বাস করা চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল এবার নির্বাচনে হেরে গেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান শাওনের কাছে পরাজিত তিনি পরাজিত হন। তিনি জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) হয়ে বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
জানা গেছে, নির্বাচনে ১০ হাজার ৯১১ ভোটের মধ্যে শাওন পেয়েছেন ৬ হাজার ১২৭ ভোট এবং বাবুল পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম হাওলাদার পেয়েছেন ৫০৯ ভোট। পাড়েরহাট ইউনিয়ন থেকে পরপর দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ইউপি নির্বাচনে তৃতীয়বারে চেয়ারম্যান নির্বাচিত হয় বাবুল। এরপর তিনি জেপি-মঞ্জুতে যোগ দেন।
বাবুল পরিবার নিয়ে খুলনায় স্থায়ীভাবে বাস করায় পাড়েরহাটে তার নিজস্ব কোনো ঘর নেই। এজন্য তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউপি ভবনের দ্বিতীয় তলায় বাস করতেন। তার বসবাসের কক্ষে টাইলস বসানোসহ এসিও লাগিয়েছিলেন। এছাড়া দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পরও তিনি ওই ভবনে বাস করছিলেন। এ নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তিনি ইউপি ভবন ছেড়ে দেন।
মো. গোলাম সরোয়ার বাবুল বলেন, স্থানীয় নেতাদের কারণে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারেনি। আমাকে পরাজিত করা হয়েছে। সাধারণ ভোটাররা যদি স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত তবে আমি নির্বাচিত হতে পারতাম। আমার কোনো ভুল ছিল না, আমি কোনো দুর্নীতি করিনি, কাউকে হয়রানি করিনি। আমাকে ভোট না দেওয়ার কোনো কারণ দেখছি না।
আবীর/এসপি