রাষ্ট্রপতিকে একপলক দেখতে উৎসুক জনতার ভিড়

মিঠামইনের নিজ বাড়ি থেকে অলওয়েদার সড়ক দিয়ে ইটনা যাবেন রাষ্ট্রপতি। এমন খবরে তাঁকে একপলক দেখার জন্য জড়ো হন ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের ছিলনী গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও উৎসুক জনতার পাশাপাশি গ্রামের শিশুরাও বেশ উৎসাহ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় এবং রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। এ সময় শিশুরা স্লোগান দেয়, ‘রাষ্ট্রপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম’। রাষ্ট্রপতিও হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন থেকে ইটনা যাওয়ার পথে এমন দৃশ্যের অবতারণা হয়।
কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী সফরের চতুর্থ দিনে (আজ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ ছাড়া সন্ধ্যায় আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ কর্মসূচি শেষে আবার মিঠামইনে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
আগামীকাল ১৬ নভেম্বর বিকেল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ শহরে যাবেন রাষ্ট্রপতি। রাতে শহরের খড়মপট্টিতে নিজ বাসায় অবস্থান করবেন তিনি। পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। আগামী ১৮ নভেম্বর দুপুরে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এসকে রাসেল/আরআই/জেএস