সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা গ্রামের মওলা মন্ডলের ছেলে। দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাপারসন হারুন অর রশিদেকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাত তুষারকে সভাপতি ও সাদ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর নানা কারণে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদের নেতৃত্বে শহর জুড়ে তাণ্ডব চলে। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গেলে শহরের মজমপুর এলাকায় সাদ আহামেদের নেতৃত্বে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাপারসন হারুন অর রশিদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় দেবেশ চন্দ্র সরকার ও হারুন অর রশিদ গুরুতর আহত হন। এ ঘটনায় ৬ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় সাদ আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন দেবেশ চন্দ্র সরকার। এরপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন সাংবাদিকরা।
আরএআর