কুমিল্লায় ইপিজেড কারখানার ছাদ ধসে আহত একজনের মৃত্যু

কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানার স্টিলের ছাদ ধসে জ্যোৎস্না বেগম (৫৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জ্যোৎস্না বেগম কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন মাস্টার সামছুল আলম বলেন, নাসা কোম্পানির একটি কারখানার স্টিলের সিলিং ধসে পড়েছে। এ সময় এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
অমিত মজুমদার/এসপি