জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন র্যাব-৫ এর নবনিযুক্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোত্তাকিন। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান তিনি।
আবদুল মোত্তাকিন বলেন, র্যাব সদর দপ্তর বিজঙ্গিকরণ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে রাজশাহী অঞ্চলেও এই কার্যক্রম পরিচালনা করা হবে। এর আওতায় জঙ্গি মনোভাবাপন্ন বা জঙ্গিবাদে জড়িতরা স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ পাবেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন র্যাব-৫ প্রধান। তিনি বলেন, মাদক ও চোরাচালান ইস্যুতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় জানানো হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯১টি আগ্নেয়াস্ত্র, ২১৯ রাউন্ড গুলি ও ৭৬টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এই সময়ের মধ্যে ৫৭ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল, এক লাখ ৮৯ হাজার ৯৯১ পিস ইয়াবা, এক হাজার ৬৯৮ কেজি গাঁজা, ৯ হাজার ৬২৭ লিটার চোলাই মদ, ৪১৩ বোতল বিদেশি মদ ও ৩৮৭ ক্যান বিয়ার উদ্ধারের কথাও জানায় র্যাব।
র্যাব জানায়, গত বছরে জঙ্গিবাদে জড়িত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপহরণকারী, প্রতারক, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, চোরাকারবারিসহ আরও ৩ হাজার ৭১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় মুজিববর্ষ উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ পালন, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, খাবার ও কম্বল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ র্যাব-৫ এর বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোত্তাকিন।
সভায় সিপিএসসি কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলামসহ র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর