দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে আ.লীগ থেকে বহিষ্কার

পৌরসভা নির্বাচনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী (বিদ্রোহী) সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী (বিদ্রোহী) আবু কাউসার চৌধুরী রন্টি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম দীপু।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বারবার পরামর্শ দেয়া ও সতর্ক করা সত্ত্বেও তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভূমিকা পালন করছেন তারা। এগুলো অবশ্যই সংগঠনবিরোধী কাজ। এ কারণে তাদের সাংগঠনিক পদ থেকে ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) একই অভিযোগে ঈশ্বরগঞ্জের মেয়র প্রার্থী কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
উবায়দুল হক/আরএআর