বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

জয়পুরহাটের আক্কেলপুরে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে মেজবাউল সরদার গবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বুধবার (২৭ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মেজবাউল সরদার গবু।
এ বিষয়ে আব্দুল মবিন সরদার ভোনা বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এ কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আক্কেলপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যে কারণে অপর প্রার্থী মেজবাউল সরদার গবুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আক্কেলপুর পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চম্পক কুমার/আরএআর