টাঙ্গাইলে হামলায় আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলে হামলায় আহত শ্রমিক লীগ নেতা রেজাউল করিম রেজা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রোববার (২১ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত রেজাউল করিম রেজা শহরের দেওলা এলাকার আজাদ আলমগীরের ছেলে।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি। তবে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
এদিকে রেজাউলের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনারে সমাবেশ করা হয়। সেখানে বক্তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
অভিজিৎ ঘোষ/আরএআর