চাঁদপুরে ‘দুর্বৃত্তদের হাতে’ যুবক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে বাসা থেকে মজনু হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মজনু টোরাগড় এলাকার আমিন মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মরহেদ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। খুনের বিষয়টি খুবই রহস্যজনক। আমরা তদন্ত করে দেখছি। আমাদের তদন্তকাজের সঙ্গে পিবিআইয়ের সদস্যরা যোগ দিয়েছেন। বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি
মো. আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এ বিষয়ে নিহত মজনুর মা রুপবানু জানান, রাতের খাবার খেয়ে আমি ও আমার ছোট ছেলে মফিজের বউ মাহমুদা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে দুজন লোক রুমে প্রবেশ করে আমার বউ ও আমার হাত-পা বেঁধে মজনুর রুমে যায়। পরে তাদের সঙ্গে আরেকজন যোগ হয়। আমি তাদের সবকিছু নিয়ে যেতে বলি, কিন্তু আমার ছেলের যেন কোনো ক্ষতি না করে। পরে তারা মজনুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তারা ঘরে থাকা সব জিনিস তছনছ করে ফেলে রাখে। তাদের আমি চিনতে পারিনি।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। খুনের বিষয়টি খুবই রহস্যজনক। আমরা তদন্ত করে দেখছি। আমাদের তদন্তকাজের সঙ্গে পিবিআইয়ের সদস্যরা যোগ দিয়েছেন। বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার সংকর বড়ুয়া বলেন, মজনু, তার মা ও প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। মজনু অবিবাহিত ছিলেন। কীভাবে দরজা খোলা হলো, কীভাবে ঘটনা ঘটল, এখনো বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে প্রাথমিকভাবে মৃত যুবকের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে বহিরাগত কেউ ঘরে প্রবেশ বা বের হয়নি। পূর্ব কোনো শত্রুতার জের ধরে বা পরকীয়া-সংক্রান্ত কোনো ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।
এনএ