বোনের অসুস্থতার কথা বলে নার্সকে ডেকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ১

বোনের অসুস্থতার কথা বলে বেসরকারি হাসপাতালের এক নার্সকে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত মনির ভূঁইয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মনির ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) রাতে শিবপুর মডেল থানায় মামলা করেন নার্সের বাবা। মামলায় মনির ভূঁইয়া, তার সহযোগী হারুন ভূঁইয়া (২০) এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান নার্স। নার্সের ‘ছোট বোন অসুস্থ’ খবর জানিয়ে দ্রুত বাসায় আসতে বলেন প্রতিবেশী হারুন ভূঁইয়া।
ছোট বোনের অসুস্থতার খবর শুনে মোবাইলে কল দিয়ে বন্ধ পান নার্স। এ অবস্থায় রাতেই নরসিংদী থেকে একা শিবপুরের উদেশ্যে রওনা হন নার্স। মজলিশপুর গ্রামে পৌঁছালে নার্সকে তুলে নিয়ে যান মনির ও হারুন। পরে মনির, হারুন এবং অজ্ঞাত আরও দুজন নার্সকে পালাক্রমে ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন তারা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামলার পর মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মনির। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালছে।
এএম